ঢাকা | বঙ্গাব্দ

পেনাল্টি মিসে দলের বিদায় ঘণ্টা নিজেই বাজালেন রোনালদো

সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর এটিই রোনালদোর প্রথম পেনাল্টি মিস। এর আগে, ১৮টি পেনাল্টিতেই গোল করেন এই তারকা।
  • | ৩০ অক্টোবর, ২০২৪
পেনাল্টি মিসে দলের বিদায় ঘণ্টা নিজেই বাজালেন রোনালদো পেনাল্টি মিসের পর হতাশ রোনালদো।

গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে জেতানোয় ওস্তাদ ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। শেষ সময়ে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন তিনি। তবে পেনাল্টি মিস করে সমতায় তো দূর, আল নাসরের কিংস কাপ থেকে বিদায় ঘণ্টা নিজেই বাজালেন এই পর্তুগিজ তারকা। 


গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের রাউন্ড অব সিক্সটিনে আল-তাউয়ুনের মুখোমুখি হয় আল নাসর। তবে ইনজুরি টাইমে রোনালদো পেনাল্টি মিস করলে ১-০ গোলের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে সৌদি আরবের ক্লাবটি।


আল আওয়াল পার্কে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭১ মিনিটে এগিয়ে যায় আল-তাউয়ুন। ওয়ালিদ আল-আহমেদের গোল করে এগিয়ে নেন নিজের দলকে। এই স্কোরলাইনেই ম্যাচ গড়ায় ইনজুরি সময়ে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রোনালদো সুবর্ণ সুযোগ পান দলকে সমতায় ফেরানোর। কিন্তু তার পেনাল্টি মিসে সর্বনাশ হয় আল নাসরের।


সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর এটিই রোনালদোর প্রথম পেনাল্টি মিস। এর আগে, ১৮টি পেনাল্টিতেই গোল করেন এই তারকা। 


আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল। আল-তাইকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ক্লাবটি।