চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে কৌশলে মাদক মামলার এক নারী আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা খাতুন (৩০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন ও নাজমুল হুদা নামের দুজনকে গতকাল বুধবার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ আটক করে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে।
বৃহস্পতিবার মনোয়ারা ও নাজমুলকে আদালতে সোপর্দ করার কথা ছিল। তবে সকাল ৬টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মূলত নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। ভোর ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যান মনোয়ারা। এত সকালে থানায় বেশি পুলিশ ছিল না।
মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরও বলেন, মনোয়ারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাড়া থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় পেনাল কোডে একটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, থানায় হস্তান্তর করার পর আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে।