বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তিনি। সারজিস জানালেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার থেকে। সঙ্গে কী কী আনতে হবে তাও জানান তিনি।
ভিডিও'র ক্যাপশনে তিনি লিখেছেন, শহীদ পরিবারের পাশে বাংলাদেশ" শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার ...
সঙ্গে যা নিয়ে আসতে হবে তা হলো-
১.শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি
২.ডেথ সার্টিফিকেট
৩. নমিনি (যার নামে আকাউন্ট তার) এনআইডি কার্ড
৪. বাবা মায়ের এনআইডি কার্ড (শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সাথে শহিদ ভাইয়ের বাবা/ মাকে নিয়ে আসতে হবে)