ঢাকা | বঙ্গাব্দ

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন বা ২৩০ কোটি ডলার।
  • | ০৩ নভেম্বর, ২০২৪
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার ফাইল ছবি

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন বা ২৩০ কোটি ডলার। রোববার (৩ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। 


দেশে ২০২৩ সালের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১.৯৭ বিলিয়ন বা ১৯৭ কোটি ডলার । সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ। ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিলিয়ন ডলার।


সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন বা ২৪০ কোটি ডলার। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে ৪.৬৩ বিলিয়ন বা ৪৬৩ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে।


দেশ যখন বেসরকারি খাতের জন্য প্রয়োজনীয় জ্বালানি, সার এবং পণ্য ইত্যাদি আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে, ঠিক তখনই বাড়ে রেমিট্যান্স প্রবাহ।