ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বলেছেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, এটা আমাদের অনেকটা বিব্রত করে।
  • | ০৩ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বলেছেন ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, এটা আমাদের অনেকটা বিব্রত করে।কারণ আমাদের দেশে যারা অন্যান্য ধর্মালম্বী আছেন, আমরা মনে করি তাদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার স্বীকৃত।


আজ রোববার (৩ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


এসময় ধর্ম উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আমরা শুনছি, আমরা এই কথাগুলোর সাথে একমত না।ডোনাল্ড ট্রাম্প ভোট পাওয়ার জন্য ভোটের ময়দানে অনেকে অনেক কথা বলে।


তিনি আরও বলেন, আমরা এই কথা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারবদ্ধ এদেশে যারা অন্যান্য ধর্মের অনুসারী আছেন,তারা নিরাপদে আছেন।তাদের ধর্ম,তাদের ব্যবসা,তাদের রাজনৈতিক কথা বলার অধিকার আমরা নিশ্চিত করেছি, ইট ইজ আওয়ার কমিটমেন্ট।কোন উপাসনালয় যদি কেউ অপবিত্র করতে চায়,আমরা মনে করি তারা কোন ধর্মের লোক নয়।তাদের পরিচয় তারা ক্রিমিনাল।সেই ক্রিমিনাল কে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।