ঢাকা | বঙ্গাব্দ

হাসিনাকে আশ্রয় কেন— বিজেপিকে প্রশ্ন হেমন্তের

হেমন্ত প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশের সঙ্গে কি বিজেপির গোপন কোনো চুক্তি আছে? কেন হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হলো?’
  • | ০৪ নভেম্বর, ২০২৪
হাসিনাকে আশ্রয় কেন— বিজেপিকে প্রশ্ন হেমন্তের হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি অনুপ্রবেশ ইস্যু নিয়ে সজাগ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি জেএমএম-কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শেখ হাসিনার প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছেন।


গড়ওয়া বিধানসভা কেন্দ্রে এক জনসভায় হেমন্ত প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশের সঙ্গে কি বিজেপির গোপন কোনো চুক্তি আছে? কেন শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হলো?’ তিনি উল্লেখ করেন যে বিজেপি দাবি করছে— তাদের রাজ্য দিয়েই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে।


শেখ হাসিনা ৫ অগাস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসেন এবং তিনি এখানে আশ্রয় নিয়েছেন। সরকার জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে শেখ হাসিনা ভারতে আশ্রয় চেয়েছেন এবং তাকে ‘আপাতত’ এখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে এবং তাকে ফেরত নেওয়ারও চেষ্টা করছে।


অমিত শাহ ঝাড়খণ্ডে বলেছেন, ‘আপনারা (জেএমএম সরকার) অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন এবং তাদের ভোটব্যাংক বানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিজেপি তোষণের রাজনীতির অবসান ঘটিয়ে অনুপ্রবেশকারীদের তাড়াবে এবং ঝাড়খণ্ডের পুনর্গঠন করবে।’ শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীরা আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে বিয়ে করে জমি দখল করছে।


বিজেপি আসন্ন বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ও অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে প্রচারণা চালাতে চায়। অমিত শাহ জানিয়েছেন, আদিবাসীদের ইউনিফর্ম সিভিল কোডের আওতার বাইরে রাখা হবে।


এদিকে, কংগ্রেস নেতা রাজেশ ঠাকুর জানিয়েছেন, ‘যদি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এসব বলেন, তবে তিনি ভুল করেছেন। আর যদি বিজেপি নেতা হিসেবে এসব বলেন, তবে সেটা স্বাভাবিক, কারণ তারা মিথ্যুক।’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন এখন বলছেন আদিবাসীদের অভিন্ন দেওয়ানি বিধি থেকে বাদ দেওয়া হবে? আগে তো আদিবাসীদের এই বিধির অন্তর্গত করা হয়েছে।’ এভাবে হেমন্ত সোরেন বিজেপির বিরুদ্ধে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তুললেন।