সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, গুমের সঙ্গে হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য তুলে ধরেন।
ড. নজরুল জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি যাদের নাম এসেছে, তাদের মধ্যে আছেন—হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন অর রশীদ।
thebgbd.com/NA