ঢাকা | বঙ্গাব্দ

যে ৬ কারণ নির্ধারণ করবে ট্রাম্প অথবা কমলার জয়

২০২৪ সালের মার্কিন নির্বাচনের চূড়ান্ত সময় এসে গেছে এবং সামনের কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে কে বসতে যাচ্ছেন।
  • | ০৫ নভেম্বর, ২০২৪
যে ৬ কারণ নির্ধারণ করবে ট্রাম্প অথবা কমলার জয় ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস।

২০২৪ সালের মার্কিন নির্বাচনের চূড়ান্ত সময় এসে গেছে এবং সামনের কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে কে বসতে যাচ্ছেন। এই নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফলাফল নির্ধারণে অপেক্ষায় রয়েছে পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা এবং অ্যারিজোনা—এই সাতটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’।


এবারের নির্বাচনে ইতোমধ্যেই ৮ কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন, যা মার্কিন নির্বাচনের ইতিহাসে এক অনন্য ঘটনা। তবে মঙ্গলবার আরও ৮ কোটির মতো ভোটার সরাসরি ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু পেনসিলভানিয়া ও উইসকনসিনে মেইল-ইন ভোটের গোনার জটিলতায় নির্বাচনের রাতে ফলাফল জানা সম্ভব নাও হতে পারে। এ অবস্থায় সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখতে হবে আমেরিকা তথা বিশ্ববাসীকে।


যে ৬ বিষয় গড়ে দিতে পারে ভাগ্য


বয়েজ ভার্সেস গার্লস নির্বাচন

এই নির্বাচনকে বলা হচ্ছে 'বয়েজ ভার্সেস গার্লস' নির্বাচন। সমীক্ষায় দেখা গেছে, কমলা নারী ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছেন, যেখানে ট্রাম্পের সমর্থন শক্তিশালী পুরুষ ভোটারদের মধ্যে। কমলা প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার দৌড়ে আছেন এবং বিশেষত রো বনাম ওয়েড মামলার পর নারীদের গর্ভপাতের অধিকারের প্রতি তার দৃঢ় অবস্থান অনেক নারী ভোটারকে তাকে সমর্থন করতে উদ্বুদ্ধ করেছে।


সম্প্রতি ইউএসএ টুডে এবং সাফোক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, হ্যারিস ৫৩ শতাংশ-৩৬ শতাংশ হারে নারী ভোটারদের মধ্যে এগিয়ে আছেন, যেখানে ট্রাম্প একই অনুপাতে পুরুষ ভোটারদের মধ্যে সমর্থন পাচ্ছেন। নারীরা সাধারণত মার্কিন নির্বাচনে পুরুষদের তুলনায় বেশি ভোট দেয়, যা হ্যারিসের জন্য বাড়তি সুবিধা সৃষ্টি করতে পারে।


ট্রাম্পের 'মাচো ভোট' টানার চেষ্টা

কমলার নারী ভোটারদের সমর্থন সামাল দিতে ট্রাম্প তার প্রচারণায় তরুণ পুরুষদের, বিশেষ করে কলেজ ডিগ্রিহীন যুবকদের দিকে মনোযোগ দিয়েছেন। ট্রাম্পের ফাইটার ইমেজ তুলে ধরে ইউএফসি ফাইট, কলেজ ফুটবল খেলা, পডকাস্ট এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের সঙ্গে তার নানা অনুষ্ঠান তরুণদের টানতে সাহায্য করেছে। তার প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প ব্র্যান্ডের স্নিকারস থেকে শুরু করে হলিউড রেসলিং আইকন হাল্ক হোগানের সাথেও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেছেন। ট্রাম্পের এই কৌশল মূলত কম আগ্রহী, কম তথ্যপ্রবণ পুরুষ ভোটারদের ভোট কেন্দ্রে টানার জন্য।


সিলভার সার্জ: প্রবীণ নারীদের সমর্থন পেতে আশাবাদী কমলা

ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরেই প্রবীণ ভোটারদের পুরোপুরি পাশে পাচ্ছেন না। তবে এ বছর হ্যারিস প্রবীণ নারী ভোটারদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন। অনেকেই একে বলছেন 'সিলভার সার্জ' বা 'গ্র্যানি গ্যাপ'।


ইউএসএ টুডের জরিপে দেখা গেছে, কমলা ৬৫ বছর বা তার ঊর্ধ্বের ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। তাদের মধ্যে বেশিরভাগই সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ারসহ বিভিন্ন কল্যাণমূলক সুবিধা রক্ষার জন্য কমলাকে সমর্থন করছেন। এছাড়া গর্ভপাতের অধিকার নিয়ে কমলার অবস্থান প্রবীণ নারী ভোটারদের সমর্থনে ভূমিকা রাখছে।



কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোট টানার প্রতিযোগিতা

ট্রাম্পের প্রচারণা কিছু তরুণ কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যারা ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেয়। পেনসিলভানিয়া, ডেট্রয়েট ও মিলওয়াকি শহরের মতো জায়গায় কিছুটা হলেও কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পেলে ট্রাম্পের জয় সহজ হবে। ২০২০ সালে কৃষ্ণাঙ্গ ভোটাররা বিডেনের পক্ষে ৯২ শতাংশ-৮ শতাংশ সমর্থন দিয়েছিলেন। তবে এবারের ইউএসএ টুডে জরিপে দেখা গেছে, কমলা ৭২ শতাংশ-১৭ শতাংশ হারেও এগিয়ে আছেন, তবে জো বাইডেনের তুলনায় এই সমর্থন কিছুটা কম।


পুয়ের্তো রিকান ভোটারদের প্রতিক্রিয়া

সম্প্রতি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প এক সমাবেশে কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে ব্যঙ্গ করেন। এতে পেনসিলভানিয়ার পুয়ের্তো রিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পেনসিলভানিয়া রাজ্যে লাতিনো ভোটারদের মধ্যে ৬৪ শতাংশ-৩০ শতাংশ হারেই কমলা এগিয়ে আছেন বলে জানা গেছে। পুয়ের্তো রিকান ভোটারদের এই সমর্থন পেনসিলভানিয়ার নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।


'ব্লু ওয়াল' ধরে রাখার চ্যালেঞ্জ

পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগান এই তিন রাজ্যকে বলা হয় 'ব্লু ওয়াল'। গত নির্বাচনে বাইডেন এই তিনটি রাজ্য জিতে নেন, যা ডেমোক্র্যাটদের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল। যদি কমলা এবারও এই তিন রাজ্য ধরে রাখতে পারেন, তবে তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে, ট্রাম্প এই রাজ্যগুলোর মধ্যে অন্তত একটি জিততে পারলে, তার সামনে জয়ের অনেক পথ খুলে যাবে।