একের পর এক চোটে বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি। কারাবাও কাপে বিদায় নেওয়ার পর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হার। নিজ দেশে বিপর্যস্ত ম্যানসিটি এবারে ইউরোপিয়ান পর্যায়েও দেখল হারের মুখ। তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্পোর্টিং লিসবনের বিপক্ষে এক হালি গোল হজম করেছে পেপ গার্দিওলা শিষ্যরা।
২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম চার গোল হজম করেছে ক্লাবটি। পাশাপাশি ২০১৮ সালের এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন ম্যাচে হারল সিটি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ৪–১ গোলে হেরেছে তারা। হ্যাটট্রিক করেছেন ভিক্টর গায়োকেরেস।
অথচ লিসবনের মাঠে ৪ মিনিটে ফিল ফোডেনের গোলে শুরুটা দারুণভাবেই করেছিল সিটি। প্রথমার্ধেই অবশ্য সমতা ফিরিয়ে আনে লিসবন। তবে গল্পটা তারা বদলে দেয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ৪৬ মিনিটেই এনে দেন লিড। এরপর লিসবন-ম্যানসিটি ম্যাচ দেখেছে তিন পেনাল্টি। তাতে মিস করেছেন আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে তার নেওয়া পেনাল্টি শট ওপরের পোস্টে লেগে ফিরে আসে।
অন্যদিকে গায়োকেরেস ৪৯ ও ৮০ মিনিটে স্পটকিক থেকে পেয়েছেন গোল। হ্যাটট্রিকের সঙ্গে ম্যানসিটির ইউরোপিয়ান ফুটবলে ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙেছেন এই তরুণ।