ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা দেখে যেখানে আরব দেশগুলো হাত-পা গুটিয়ে বসে আছে, সেখানে ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়া তেলআবিবের সঙ্গে ব্যবসা- বাণিজ্য বন্ধ করে দিচ্ছে। কলাম্বিয়া এখন থেকে আর ইসরায়েলকে কয়লা দেবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গস্তাভো পেত্রো। খবর আনাদোলুর।
কলাম্বিয়ার প্রেসিডেন্ট রোববার (১৮ আগস্ট) এ ঘোষণা দেন। তিনি বলেন, নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করতে এসব কয়লা দিয়ে অস্ত্র তৈরি করতো ইসরায়েল। এ কারণে ইসরায়েলে আর কয়লা রপ্তানি করবে না কলাম্বিয়া। প্রেসিডেন্ট গস্তাভো পেত্রো তার এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে বলেন, কলাম্বিয়ার কয়লা দিয়ে বোমা বানিয়ে- তা দিয়ে গাজায় নারী-শিশুসহ নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে বর্বর ইসরায়েল।
এ ব্যাপারে রাষ্ট্রীয় গ্যাজেট জারি করেছে কলাম্বিয়া। মে মাস থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় এবার কয়লা রপ্তানি বন্ধ করে দিল ফিলিস্তিনিদের প্রতি সহানুভুতিশীল এ ল্যাটিন আমেরিকার দেশটি। কলাম্বিয়া তার উৎপাদিত কয়লার ৫ শতাংশ ইসরায়েলের কাছে বিক্রি করে আসছে।