ঢাকা | বঙ্গাব্দ

৪ অঙ্গরাজ্যে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

এনবিসি’র এক জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন।
  • | ০৬ নভেম্বর, ২০২৪
৪ অঙ্গরাজ্যে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প-কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। ইতোমধ্যে এর মধ্যে কেন্টাকি, ইন্ডিয়ানা, পশ্চিম ভার্জিনিয়া ও ভারমন্ট রাজ্যের ফল এসেছে। চার অঙ্গরাজ্যের ফলে চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, কেন্টাকি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছে। আর ভারমন্টে জিতেছেন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস।


ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। ফল অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্প মোট ২৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ভারমন্টে তিনটি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। কমলার খাতায় আপাতত সে তিনটিই ভোট উঠছে। এরইমধ্যে বিভিন্ন বুথ ফেরত জরিপের ফলও আসতে শুরু করেছে। যার মধ্যে একটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।


এনবিসি’র এক জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে।