পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমরান খানকে মুক্তির জন্য কোনো পদক্ষেপ নেবেন বলে আমরা মনে করি না। বুধবার (৬ নভেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম জিও নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন নিয়ে আলাপ করার সময় এই মন্তব্য করেন তিনি।
খাওয়াজা আসিফ বলেন, আমরা মনে করি না যে ট্রাম্প ইমরান খানকে মুক্তির জন্য কিছু করবেন। আমরা ১৫-২০ দিন অপেক্ষা করে দেখব তিনি কী অবস্থান নেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ট্রাম্প পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ভালো কাজ করবেন, যা গণতন্ত্র এবং মানবাধিকারের পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, তার দল আশা করে ট্রাম্প বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার এবং গণতন্ত্রের পক্ষে কাজ করবেন।
পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দল নেতা এবং পিটিআই দলের সদস্য ওমর আযুব খানও ট্রাম্পের জয়কে অভিনন্দন জানিয়েছেন। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় দুই দেশের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ছিল। এজন্য পিটিআই দলের সদস্যরা মনে করছেন, ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়া তাদের জন্য কিছুটা সুবিধার হতে পারে। পিটিআই দলের নেতা রাওফ হাসান বলেন, তাদের দল কখনোই আশা করেনি ট্রাম্পের বিজয়ের পর তিনি ইমরান খানকে মুক্তি দেয়ার জন্য কিছু করবেন। তিনি জানান, ট্রাম্প ইমরান খানের মুক্তির বিষয়ে কিছু করবেন, পিটিআই দলের মধ্যে এমন কোনো আলোচনাও হয়নি।