বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত। নতুন করে আরো ১২ বছরের জন্য চুক্তি করল।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নতুন চুক্তির মূল্য বছরে ১০০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা।
যার সঙ্গে যুক্ত থাকবে জাতীয় দলের জার্সির বিক্রির রয়্যালটি—যা আগের চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল না।
এই নতুন চুক্তির আওতায় সিবিএফ প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানে তাদের পণ্য লাইসেন্স করার এবং অনুমোদিত স্টোর খোলার সুযোগ পাবে। ব্রাজিল এবং নাইকের সম্পর্ক ১৯৯৬ সাল থেকে রয়েছে, এবং আগের চুক্তিটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল।
সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ নাইকির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে বলেছেন, ‘এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকে প্রমাণ করে।
এটি ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং সফল অংশীদারিত্বের একটি। একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদ্যাপন চালিয়ে যাব এবং জোগো বনিতোর ঐতিহ্যকে ধরে রাখব।’
এই চুক্তি নিয়ে নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সহসভাপতি ডং বাওয়েল বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরোনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো।’
এই চুক্তি শুধুমাত্র ব্রাজিলের পুরুষ এবং মহিলা জাতীয় ফুটবল দল নয়, বরং বিচ ফুটবল এবং ফুটসলাল দলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।
ব্রাজিল ছাড়াও নাইকির স্পনসর করা জার্সি পরে খেলতে দেখা যায় অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ারকে।
thebgbd.com/NIT