ইউরোপীয় ক্লাবের ছায়া মাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড়বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ফর্মহীনতা নয়, ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন নেইমার।
সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী, এরই মধ্যে নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকার বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসতে চায় আল হিলাল।
ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলছেন, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক চিন্ন করতে যাচ্ছে আল হিলাল। হয়তো জানুয়ারিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ক্লাবটি।
এদিকে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। এক টেলিভিশন শো তে তিনি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।