ঢাকা | বঙ্গাব্দ

সিরিজ বাঁচাতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
  • | ০৯ নভেম্বর, ২০২৪
সিরিজ বাঁচাতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের পরিবর্তে অভিষেক হচ্ছে উইকেটকিপার-ব্যাটার জাকের আলির। অন্যদিকে স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম হোসেন।


বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।