নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচে বাজেভাবে হেরে যেন ভীষণ অচেনা হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জয়ে ফেরার তাড়নায় লা লিগায় ওসাসুনার বিপক্ষে আজ আক্রমণের ঝড় তুলল লস ব্লাঙ্কোসরা।
ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে বার্নাব্যুতে গোল উৎসবে মাতল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল ৪-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয় পেল কার্লো আনচেলত্তির দল।
ভিনিসিয়ুস ম্যাচের ৩৪, ৬১ ও ৬৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। রিয়ালের হয়ে অপর গোলটি জুড বেলিংহ্যামের (৪২ মিনিট)। মৌসুমে প্রথমবার জালের দেখা পেলেন বেলিংহ্যাম।
অবশ্য বড় দুর্ভাবনাও যোগ হয়েছে রিয়াল শিবিরে; চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়ে যান ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ও ডিফেন্ডার এদের মিলিতাও।