ঢাকা | বঙ্গাব্দ

‘ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না’

হামাস যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সেটিকে ইসরায়েল হামাসের চুক্তি হিসেবে দেখছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করা কোনো চুক্তি নয় এবং এটি মেনে নেওয়া যাবে না।
  • | ০৭ মে, ২০২৪
‘ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না’ যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ ইসরায়েল বন্ধ করবে না বলে জানিয়েছেন সাবেক এক ইসরায়েলি কূটনীতিক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার (৭ মে) দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালন লিঈল নামের এ কূটনীতিক বলেছেন, “ইসরায়েল মূল্য দিতে প্রস্তুত আছে। এমনকি এটি উচ্চমূল্য হলেও।”

“ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কথা থাকবে এমন কোনো চুক্তিও হবে না। সবাই এটি ভুলে যেতে পারেন। এমন চুক্তি করার মতো পর্যাপ্ত শক্তিশালী নয় (বর্তমান) ইসরায়েলি সরকার। যদি চুক্তি করে তাহলে এই সরকার ভেঙে যাবে।”

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক বিভাগের সাবেক মহাপরিচালক অ্যালন লিঈল আরও বলেছেন, “হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে সেটিতে যদি বড় পরিবর্তন আনা হয়, তখন আমরা চুক্তি দেখতে পারি। হামাস যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সেটিকে ইসরায়েল হামাসের চুক্তি হিসেবে দেখছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করা কোনো চুক্তি নয় এবং এটি মেনে নেওয়া যাবে না।”

সাবেক এই কূটনীতিক আরও জানিয়েছেন, আজ হলোকাস্ট দিবস এবং যুক্তরাষ্ট্রের সরকার চুক্তির ব্যাপারে ইসরায়েলকে কোনো চাপ দেবে না। ইসরায়েলের ধারণা হলো যদি তারা চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের কোনো চাপ দেবে না। বিশেষ করে এমন দিনে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেছেন, হামাস যে চুক্তিতে রাজি হওয়ার কথা বলছে সেটি ইসরায়েলের দাবি-দাওয়ার ধারেকাছেও নেই। ফলে তারা এটি মানতে পারবেন না।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট বলেছেন, যদি হামাস তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে রাফাহসহ গাজার সব জায়গায় তীব্র হামলা চালানো হবে।

সূত্র: আল জাজিরা