ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির দখলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ

আওয়ামী বিরোধী নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ। রাত থেকে সেখানে অবস্থান করছে দলটি।
  • | ১০ নভেম্বর, ২০২৪
বিএনপির দখলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বিএনপির কর্মী।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ এখন বিএনপির দখলে। আওয়ামী লীগের ডাকা কর্মসূচি বানচাল করতে গেল রাত থেকে সেখানে অবস্থান করছে দলটি। এরই মধ্যে আওয়ামী লীগের কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা।


তারা বলছে, পতিত সরকার শেখ হাসিনার আর কোন দোসরকে এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। এদিকে, আওয়ামী বিরোধী নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আর সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পয়েন্টে পয়েন্টে তল্লাশি চৌকি রয়েছে সাঁজোয়া যান। এরইমধ্যে গতকাল রাত থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শেখ মুজিবুর রহমান ও শহীদ নূর হোসেনের পোস্টার জব্দসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।