ঢাকা | বঙ্গাব্দ

ট্রুডোর পদত্যাগের দাবি উঠছে দল থেকেই

বেশ কয়েক দিন ধরেই দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী। দেশের আর্থিক ঘাটতি নিয়ে চাপে তিনি।
  • অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০২৪
ট্রুডোর পদত্যাগের দাবি উঠছে দল থেকেই জাস্টিন ট্রুডো

১৬ ডিসেম্বর আচমকাই পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রীেএবং উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। পদত্যাগ করার জন্য প্রকারান্তরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেই দায়ী করেছেন তিনি। তার ফলে এ বার কানাডায় শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। লিবারেল পার্টির মধ্যেই ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। যদিও এ ব্যাপারে ট্রুডো এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তিনি প্রধানমন্ত্রী থাকবেন, না পদ ছাড়বেন, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে।


বেশ কয়েক দিন ধরেই দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী। দেশের আর্থিক ঘাটতি নিয়ে চাপে তিনি। সেই পরিস্থিতিতে তার পর থেকেই কানাডায় নতুন করে অস্থিরতার সৃষ্টি হয়। সেই আবহে ট্রুডো ইতিমধ্যেই অর্থমন্ত্রীর পদে তার বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেব্লুঁকে বসিয়েছেন। অনেকের মতে, এর ফলে দলের মধ্যেই বিদ্রোহের জন্ম হয়েছে।


কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যেই ট্রুডোর বিরোধিতা করছেন। কয়েক মাসে কানাডায় ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই কমেছে। তাঁর নিজের দলের ভেতরেই তিনি বার বার প্রশ্নের মুখে পড়েছেন। সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ জমতে থাকা ক্ষোভের আগুনে ঘৃতাহুতি করে। এ বার প্রকাশ্যেই লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্যরা ট্রুডোর পদত্যাগের দাবি তুললেন।


নিজের দলের সাংসদের দাবি নিয়ে মুখ খোলেননি ট্রুডো। এমনকি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও চুপ করে আছেন। ক্রিস্টিয়ার পদত্যাগের সন্ধ্যায় তাকে শুধু বলতে শোনা যায়, ‘কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা জীবনে পরম সৌভাগ্য। কানাডা বিশ্বের সেরা দেশ, তবে নিখুঁত নয়। তাই প্রতি দিনই ভাল কিছু করার বিষয়ে চিন্তা করি।’


ক্রিস্টিয়ার পদত্যাগের পরই দেশের প্রধান বিরোধী দল কনজারভেটিভরা ট্রুডোর পদত্যাগের দাবি তোলে। বিরোধী নেতা পিয়েরে পোইলিভর বলেন, ‘ট্রুডোর উপর এখন কারও আস্থা নেই। এমনকি, তার মন্ত্রিসভার সদস্যদেরও আস্থা হারিয়েছেন তিনি।’ লিবারেল পার্টির অনেক নেতাই প্রকাশ্যে বলতে শুরু করেছেন, ‘ট্রুডোর সরকার শেষ। তাকে অবশ্যই তা স্বীকার করতে হবে।’ 


সূত্র: বিবিসি


এসজেড