ঢাকা | বঙ্গাব্দ

সাইফ-কারিনার বিয়ের সময় আসে হত্যার হুমকি

কারিনার বাবা রনধীর কাপুরের কাছে অজ্ঞাত পরিচয় কেউ হত্যার হুমকি দেওয়া চিঠি পাঠায়।
  • | ১০ নভেম্বর, ২০২৪
সাইফ-কারিনার বিয়ের সময় আসে হত্যার হুমকি কারিনা ও সাইফ

বলিউড তারকাদের প্রেমে ধর্ম বাধা হতে পারেনি। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও এক ছাদের নিচে সংসার পেতেছেন তাদের অনেকে। সাইফ আলী খান ও কারিনা কাপুরও আছেন এ দলে। তবে হিন্দু ধর্মের অনুসারী কারিনাকে বিয়ের সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয় মুসলিম সাইফকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। যদিও বিয়ের আগে নানা ঘাত-প্রতিঘাত পেরোতে হয় দুই তারকাকে। 


সাইফ নিজেই জানান বিষয়টি। কারিনার বাবা রনধীর কাপুরের কাছে অজ্ঞাত পরিচয় কেউ হত্যার হুমকি দেওয়া চিঠি পাঠায়। সেখানে লেখা ছিল, ‘এই বিয়ে হলে তার পরিবার ক্ষতিগ্রস্থ হবে এবং সাইফ-কারিনার বিয়ের ভেন্যুতেও হামলা চালানো হবে।’ তবে তা নিয়ে ভড়কে যাননি সাইফ। কেননা এর আগেও এরকম অভিজ্ঞতা হয়েছিল তাদের পরিবারে।


সাইফ বলেন, ‘আমরা বিয়ে করি, কিছু মানুষ আসলে সেটা ভালোভাবে নেননি। আমার শ্বশুরের কাছে একাধিক হুমকিবার্তা এসেছে। বলা হয়েছে, আমাদের বিয়ের ভেন্যু বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নইলে পরিবারের কারও ক্ষতি করা হবে। তবে এসবে ভয় পাইনি। কারণ হুমকি দেওয়া আর সেটাকে কাজে করে দেখানোর মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটা জানতাম।’