নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্সের মধ্যে ইউরোপা লিগের ফুটবল ম্যাচের আগে ও পরে ইসরায়েলি সমর্থক ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বৃহস্পতিবার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় হামলা করা হয়। ম্যাকাবি তেল আবিবের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে। এ কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে ফ্রান্স। খবর আরব নিউজের।
প্যারিস পুলিশ রোববার (১০ নভেম্বর) জানিয়েছে, ফুটবল ম্যাচের জন্য প্যারিসের স্টেডিয়াম, এর আশেপাশ এলাকা ও পাবলিক ট্রান্সপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ হাজার পুলিশ কর্মকর্তা এবং ১৬০০ স্টেডিয়াম স্টাফ মোতায়েন করা হবে। মাঠে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থাকবেন।
প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ ফরাসি সংবাদ সম্প্রচারক বিএফএম টিভিতে বলেছেন, ম্যাচটি ঘিরে যাতে কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয় এ জন্য এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নুনেজ বলেছেন, ফ্রান্সের রাজধানীর উত্তরাঞ্চলে স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামের চারপাশে আড়াই হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হবে, প্যারিসে এবং গণপরিবহনে আরো দেড় হাজার পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।