ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি সিরাজুল ইসলাম গ্রেপ্তার

নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
  • | ১১ নভেম্বর, ২০২৪
সাবেক এমপি সিরাজুল ইসলাম গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।


গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।


তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার হাসান। তিনি বলেন, ‘সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’