কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। এবার দখলদার বাহিনীর হামলায় এক পরিবারের ৭ সদস্য নিহত হয়েছে। এদিকে, রাফায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জেইতুন এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শিশুসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
এদিকে, এপির প্রতিবেদনে বলা হয়েছে, রাফাতে পূর্ণ মাত্রায় হামলা চালানোর উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো বন্ধ করে দিয়েছে।
এছাড়া সিআইএ প্রধান বিল বার্নস আজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন। কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু হয়েছে। বাহামা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।