কুয়েডরে একটি কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন। দেশটির অন্যতম বিপজ্জনক বন্দরনগরী গুয়াকিল শহরের কারাগারে ওই হতাহতের এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইকুয়েডরের একটি কুখ্যাত সহিংস কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৫ বন্দি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। ইকুয়েডরের জেল সার্ভিস এসএনএআই জানিয়েছে, গুয়াকিল শহরের এল লিটোরাল কারাগারে মঙ্গলবার ভোররাতে সংঘর্ষের ওই ঘটনাটি ঘটেছে।
সংস্থাটি আরও বলেছে, নিরাপত্তা কর্মীরা কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং সেখানে এখন তল্লাশি চালাচ্ছে। দেশটির কারাগারে বন্দিদের মধ্যে হিংসাত্মক সংঘাতের ঘটনা অতীতেও ঘটেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল ২০২১ সালের সেপ্টেম্বরে হওয়া সংঘর্ষ। ওই ঘটনায় ১২০ জনেরও বেশি বন্দি নিহত হয়।