ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট থেকে ইমরুলের অবসরের ঘোষণা

৩৮ ছুঁইছুঁই ইমরুল একটা সময় জাতীয় দলের অপরিহার্য ওপেনার ছিলেন। কিন্তু টানা অফফর্মে তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে যায়।
  • | ১৩ নভেম্বর, ২০২৪
টেস্ট থেকে ইমরুলের অবসরের ঘোষণা ইমরুল কায়েস।

দেশের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সেই পাঁচ বছর আগে। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সের ইনিংস ব্যবধানে হারা সেই ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে ৪ এবং ৫ রান। আগের টেস্টের দুই ইনিংসেই করেন ৬ রান। এরপর আর জাতীয় দলের ধারেকাছেও তাকে দেখা যায়নি। সেই ইমরুল কায়েস এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।


আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন ইমরুল। সেই ভিডিওতে তার লাল বলের নানা স্মরণীয় ঘটনা দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে ইমরুল লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’ ব্যাস, এটুকু দিয়েই ক্রিকেটের বনেদি সংস্করণকে বিদায় জানালেন ইমরুল। তবে বাকি দুই ফরম্যাটে তিনি এখনো হয়তো আশা দেখছেন।


৩৮ ছুঁইছুঁই ইমরুল একটা সময় জাতীয় দলের অপরিহার্য ওপেনার ছিলেন। কিন্তু টানা অফফর্মে তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে যায়। ২০০৮ সালের নভেম্বরে টেস্ট অভিষেকের পর ৩৯ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে করেছেন ১৭৯৭ রান। ক্যারিয়ারসেরা ১৫০ রানের ইনিংসটি খেলেছিলেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে। ওই ম্যাচে তামিম ইকবালের সঙ্গে রেকর্ড ৩১২ রানের জুটিও গড়েন।