ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে খন্দকবাড়ীয়া গ্রামের পূর্ব-উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
কলেজছাত্র আসমাউল বলেন, সোমবার রাতে ওই গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে, মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। সকালে মৃত অবস্থায় দেখার পর তারা বুঝতে পারে মেছো বাঘ ছাগল দুটি মেরে ফেলেছে। পরে মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়িতে আবার এসে মুরগির ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে জালে আটকা পড়ে। তখন গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে।
প্রতিবেশী সোহেল রানা বলেন, মেছ বাঘটি আগের দিন রাতে গোয়ালঘরে ছাগল মেরে রাখে। সেই লোভে লোভে পরের দিন আবার আসছে মুরগি খেতে। কিন্তু বাড়ির লোকজন বুঝতে পারলে তাড়া দেয়। তখন আগে থেকে ঘিরে রাখা জালে আটকা পড়ে। তখন সবাই লাঠি দিয়ে মারতে মারতে মেরেই ফেলে।
এ ব্যাপারে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, যেহেতু বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন তো কিছু করার নেই। জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম। এ সময় বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীকে অনুরোধ জানান তিনি।