পড়শী দেশ ইংল্যান্ডে এক ঝটিকা সফরে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তাদের আলোচনার মূল বিষয়বস্তু ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের জলমান সংঘাত নিয়ে। যুক্তরাজ্যের চেকার্স থেকে এএফপি এ খবর জানায়।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়, লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চেকার্সে তার গ্রামের বাড়িতে ফরাসি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান স্টারমার। ‘অনিশ্চিত সময়ের প্রেক্ষিতে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন’ দুই নেতা।
প্যারিসে ম্যাক্রোঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন প্রসঙ্গে উভয় নেতা দেশটিকে ‘যতদিন প্রয়োজন ততদিন’ একযোগে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা ইউক্রেনীয় ভূ-খণ্ড রক্ষায় প্রয়োজনীয় সহায়তা ও সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা এবং ২০২৫ সালের পরেও কিয়েভকে আর্থিক সহায়তার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
২০২২ সালে ইউক্রেনে অভিযানকারী রাশিয়ার একটি শর্তে মীমাংসা হতে পারে বলে ইউক্রেন ও তার মিত্ররা অবগত রয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের সর্বোচ্চ দুই নেতার মধ্যের এই আলোচনা সেটিরই ইঙ্গিত দিচ্ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। এই বক্তব্যের প্রেক্ষিতে ইউরোপীয় শক্তিগুলো ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার অপেক্ষায় আছে। এর আগে ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় উভয় পক্ষের অভিন্ন ঐক্য রয়েছে।
লন্ডন থেকে ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিষয়ে, ম্যাক্রোঁ ও স্টারমার অঞ্চলটিতে স্থিতিশীলতা ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা এড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে কখনো কখনো বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসী ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসছেন। এ ছাড়া প্রতিরক্ষা, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবৈধ অভিবাসন বিষয়ে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে এই বছর অনুষ্ঠেয় যুক্তরাজ্য-ফ্রান্স শীর্ষ সম্মেলনও আলোচনায় অন্তর্ভূক্ত ছিল।
সূত্র: বিবিসি
এসজেড