ঢাকা | বঙ্গাব্দ

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল

বিশ্ব ইজতেমার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে।
  • | ১৩ নভেম্বর, ২০২৪
ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল ফাইল ছবি

বিশ্ব ইজতেমার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ‘ক’ ইউনিটের পরীক্ষা আগামী ১ জানুয়ারির পরিবর্তে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ অক্টোবর) ঢাবির ডিনস কমিটির পরামর্শ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ব ইজতেমার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা সৃষ্টির সম্ভাবনার কথা বিবেচনায় বিজ্ঞান অনুষদের ডিন পরীক্ষা পেছানোর প্রস্তাব করেন। পরে অন্যরা তাতে সম্মতি দিলে ভর্তি কমিটির সভায় তা কার্যকর হয়। বিজ্ঞান ইউনিটের (ক ইউনিট) পরীক্ষা ১ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ তারিখ দেওয়া হয়েছে।