ঢাকা | বঙ্গাব্দ

প্রতিনিধি পরিষদও রিপাবলিকান দখলে

রিপাবলিকানরা অ্যারিজোনায় জয়ের পরে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রয়োজনীয় ২১৮টি আসন জিতে নিয়েছে।
  • | ১৪ নভেম্বর, ২০২৪
প্রতিনিধি পরিষদও রিপাবলিকান দখলে স্ত্রী মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সিনেটে জয়ের পর এবার প্রতিনিধি পরিষদেরও (হাউজ অব রিপ্রেজেনন্টেটিভস) নিয়ন্ত্রণ নিল রিপাবলিকান শিবির। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নে তার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আরো এগিয়ে গেলেন। মার্কিন সংবাদমাধ্যম এপি (অ্যাসোসিয়েটেড প্রেস) বুধবার সন্ধ্যায় জানিয়েছে, রিপাবলিকানরা অ্যারিজোনায় জয়ের পরে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে কমপক্ষে ২১৮টি আসন জিতে নিয়েছে।


সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত হওয়ায় কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো একটি বিস্তৃত অ্যাজেন্ডা বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ফক্স নিউজকে বলেছেন, ‘আমাদের জনগণের জন্য কাজ করতে হবে এবং আমরা তা করব।প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমনাত্মক নীতিতে এগোতে চান।’ 


বাইডেনের মেয়াদের গত দুই বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধীদল রিপাবলিকানের নিয়ন্ত্রণে ছিল। এ সময় বিভিন্ন নীতি বাস্তবায়নে বাইডেন প্রস্তাব পাস করতে বাধার মুখে পড়েছেন। আর এবার ক্ষমতার অন্তত প্রথম দুই বছর ট্রাম্প অনেকটা বাধা ছাড়াই নিজের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন।