ঢাকা | বঙ্গাব্দ

ভারতে নতুন আইনে প্রথমবার নাগরিকত্ব পেলো ১৪ জন

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যাচাই-বাছাইয়ের পর সেন্সাস অপারেশনের ডিরেক্টরের নেতৃত্বাধীন কমিটি এই ১৪ জন আবেদনকারীকে সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
  • | ১৫ মে, ২০২৪
ভারতে নতুন আইনে প্রথমবার নাগরিকত্ব পেলো ১৪ জন সংশোধনী নাগরিকত্ব আইনের (সিএএ) অধীনে ভারতীয় নাগরিকত্ব পেলেন ১৪ জন
প্রথমবারের মতো সংশোধনী নাগরিকত্ব আইনের (সিএএ) অধীনে ভারতীয় নাগরিকত্ব পেলেন ১৪ জন। সংশোধনী নাগরিকত্ব আইনের বিধি জারি করার প্রায় দুই মাস পর এই আইনের অধীনে প্রথম নাগরিকত্ব দেওয়া হলো। খবর এনডিটিভির।

বুধবার (১৫ মে) নয়াদিল্লিতে ১৪ জনের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া, ডাক বিভাগের সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরসহ পদস্থ কর্তারা।

নতুন আইনে নাগরিকত্বের আবেদনের যোগ্যতার জন্য ভারতে থাকার সময়কাল ১১ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সকল অমুসলিম উদ্বাস্তু ভারতে যান তারাই এই আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করতে পারেন। সব শর্ত মেনেই ওই ১৪ জন ভারতীয় নাগরিকত্বের আবেদন করেছিলেন।

নাগরিকত্ব (সংশোধনী) আইন পাস হয় ২০১৯ সালে। এর প্রায় ৫ বছর পর চলতি বছরের ১১ মার্চ এই আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যাচাই-বাছাইয়ের পর সেন্সাস অপারেশনের ডিরেক্টরের নেতৃত্বাধীন কমিটি এই ১৪ জন আবেদনকারীকে সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।