ঢাকা | বঙ্গাব্দ

এক ইনিংসে একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

রঞ্জি ট্রফির এক ইনিংসেই সব উইকেট নিয়েছেন অংশুল।
  • | ১৫ নভেম্বর, ২০২৪
এক ইনিংসে একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার এই ইনিংসে একাই ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ভারতীয় পেসার।

এক ইনিংসে ১০ উইকেট নেওয়া ক্রিকেটে হরহামেশা দেখা যায়না। অনেক বোলারের কাছে যা এক স্বপ্নও বটে। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন ভারতীয় পেসার অংশুল কামভোজ। দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে এমন কীর্তি গড়েছেন হরিয়ানার ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।


আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, রঞ্জি ট্রফির এক ইনিংসেই সব উইকেট নিয়েছেন অংশুল। একাই সব উইকেট নিয়ে প্রতিপক্ষ কেরালার পুরো ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিন তিনি। এর মাধ্যমে রেকর্ডবুকেও নাম লেখালেন তিনি। দেশটির ঘরোয়া ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এমন নজির গড়লেন অংশুল।


এমন রেকর্ডময় ম্যাচে তার বোলিং ফিগারও ছিল চোখে পড়ার মতো। মাত্র ৪৯ রান খরচায় ১০ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা বোলিং বটে। ১৯৮৫-৮৬ রঞ্জি মৌসুমের পর এই প্রথম দেখা মিলল এমন রেকর্ডের। সেসময় সাবেক ভারতীয় পেসার প্রদীপ সুধীরাম এমন সাফল্যের দেখা পেয়েছিলেন। এর আগে ১৯৫৬-৫৭ মৌসুমে প্রথম পেসার হিসেবে আসামের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন পেসার প্রেমাংশু চ্যাটার্জি।


শুধু ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে এমন রেকর্ড। ইংল্যান্ডের জিম লেকার, ভারতের অনীল কুম্বলে ও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। অবশ্য তাদের তিনজনই টেস্টে এই রেকর্ড গড়েছিলেন। এদের মধ্যে একমাত্র এজাজ এখনও ক্রিকেট খেলছেন।