ঢাকা | বঙ্গাব্দ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
  • | ১৭ নভেম্বর, ২০২৪
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আয়কর রির্টান জমা দিচ্ছেন করদাতারা।

নতুন আইনের (আয়কর আইন ২০২৩) কারণে অনেকের ফরম পূরণের নিয়ম বুঝতে সমস্যা হওয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সেই আহ্বানের প্রেক্ষিতে সময় বাড়িয়েছে এনবিআর। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রোববার (১৭ নভেম্বর) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু’মেন এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। নতুন আইনের কারণে (আয়কর আইন ২০২৩) অনেকের ফরম পূরণের নিয়ম বুঝতে সমস্যা হওয়ায় রিটার্ন দাখিলে দেরি হচ্ছে জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠনটি।


বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব হবে না বলেও জানায় এফবিসিসিআই। এছাড়া ব্যবসায়ীদের আরও বেশ কয়েকটি সংগঠন আয়কর রিটার্ন জমা দেওয়া সময় বাড়ানোর জন্য এনবিআরকে অনুরোধ করেছে বলেও চিঠিতে জানানো হয়েছে।