চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটের খোয়া বোঝাই একটি ট্রাক্টর ট্রলি ও একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আর দুইজন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ধোবপুকুর-ভোলাহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কামাল হোসেন (৪৭)উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী-একবরপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে । তিনি পেশায় অটোরিকশা চালক।
আহত হলেন বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মো. মোখলেশ আলী (৬৫) ও বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা ইউনুস আলীর ছেলে মোহাম্মদ (৭৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খোয়া বোঝাই ট্রলিটি ভোলাহাটের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে যাত্রীবাহী অটোরিকশাটি কানসাটের দিকে যাওয়ার সময় মোবারকপুর উপরটোলা গ্রামে ট্রলির সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।