বয়স ১৮ পূর্ণ হওয়ার আগেই তাকে পালমেইরাস থেকে কিনে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর আলো ছড়িয়ে প্রত্যাশার পারদ আরও চড়িয়েছিলেন এন্ড্রিক। কিন্তু রিয়াল মাদ্রিদের চাঁদের হাটে অবস্থান তৈরি করতে এইটুকুই কী আর যথেষ্ট হয়! স্পেনের রাজধানী মাদ্রিদে এন্ড্রিকের মধুচন্দ্রিমার সময়কাল শেষ। বাস্তবতার কাঠখোট্টা জমিনে টিকে থাকার লড়াই কঠিন হয়ে উঠছে ১৮ বছর বয়সীর জন্য। রিয়াল মাদ্রিদের হয়ে যে মাঠে নামার সুযোগই পাচ্ছেন না।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এখন পর্যন্ত মাত্র ১২২ মিনিট মাঠে থাকতে পেরেছেন এন্ড্রিক। সময়কাল হিসেব পূর্ণ দৈর্ঘের দুটি ম্যাচও খেলার সময় পাননি তিনি। শুরুতে বদলি হিসেবে নেমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে দুটি গোল করলেও রিয়ালের আক্রমণভাগে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি তিনি। শেষ কয়েকটা ম্যাচে তো একটা মিনিটও মাঠে নামার সুযোগ হয়নি তার। এমন সময় হঠাৎ এন্ড্রিকের রিয়াল ছাড়ার গুঞ্জন চাউর হয়েছে।
রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত খেলার সুযোগ পাচ্ছেন না এন্ড্রিক। আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগোদের টপকে এন্দরিককে খেলানোর কথা ভাবতেও পারছেন না কোচ কার্লো আনচেলত্তি। এখন পর্যন্ত কোনো ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পাননি এই ১৮ বছর বয়সী। লা লিগায় মোটে ৫৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। তাই এন্দরিককে ধারে অন্য কোথাও পাঠানোর কথা ভাবছে লা লিগার চ্যাম্পিয়নরা।
প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব এন্ড্রিককে ধারে দলে ভেড়াতে আগ্রহী। যে তালিকায় আছে টটেনহ্যামের মতো ক্লাব। কিন্তু সেখানেও প্রথম একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে প্রিমিয়ার লিগের অপর একটি দলের সম্ভাবনা দেখছে স্পোর্ট। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রেলিগেশন এড়াতে লড়তে থাকা সেইন্টরা আক্রমণভাগের শক্তি বাড়াতে এন্ড্রিককে দলে ভেড়াতে চায়।
সংবাদমাধ্যমটি আরও দাবি করছে, সদ্যই কোচ হিসেবে ক্লদিও রানিয়েরিকে নিয়োগ দেয়া সিরি আ'র ক্লাব রোমাও এন্ড্রিককে ধারে দলে নেয়ার সুযোগ কাজে লাগাতে চায়। লা লিগার ক্লাব রিয়াল ভায়াদোলিদ এই ব্রাজিলিয়ানকে স্প্যানিশ লিগেই খেলার সুযোগ দিতে চায়।
তবে এন্ড্রিক ধারে অন্য ক্লাবে যাওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি, বরং ধৈর্য ধরার পক্ষপাতী এই ব্রাজিলিয়ান। রিয়ালের সঙ্গে এই তরুণ তারকার ২০৩০ সাল পর্যন্ত চুক্তি আছে এবং তিনি নিশ্চিত যে, তার সময় আসবেই। তবে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য অন্যত্র খেলতে যাওয়ার চিন্তাটা একদম উড়িয়ে দিচ্ছেন না তিনি। বরং মাঠে কিছুটা সময় পেলে গোল করার দক্ষতা আরও বাড়ানোর এবং নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি। এখন দেখার বিষয়, শীতকালীন দলবদলে এন্ড্রিক ধারে খেলতে রিয়াল ছাড়েন কিনা।