রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ডিক্রি জারি করেছেন, সে সম্পর্কে মন্তব্য করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। খবর তাসের।
তিনি বলেছেন, রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান বলেন, এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। আমি আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকরে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব। বুধবার (২০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তা পারমাণবিক অস্ত্র ছিল না।