ঢাকা | বঙ্গাব্দ

জিম্মি মুক্তিতে ৫০ লাখ ডলার

ইসরাইলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু।
  • | ২০ নভেম্বর, ২০২৪
জিম্মি মুক্তিতে ৫০ লাখ ডলার গাজায় এ পুরস্কারের ঘোষণা দেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দি ইসরাইলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।


মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ঝটিকা সফরে গাজা যান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এ পুরস্কারের ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনও গাজা শাসন করবে না। ইসরাইলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।


তিনি বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, তাদের উদ্দেশে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয় তাহলে তিনি নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার করে দেব। তিনি বলেন, পছন্দ আপনাদের কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।


ইসরাইলের তথ্য মতে, গাজায় হামাসের হাতে এখনো ১০১ ইসরায়েলি জিম্মি রয়েছে। যদিও তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মারা গেছে বলে মনে করে তারা। ইসরাইলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন দ্রুত হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পান।