ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন ভণ্ডামীর কড়া জবাব রাশিয়ার

মুখে গাজায় যুদ্ধবিরতির কথা বললেও কার্যত এভাবে কালক্ষেপণ করে পোরো গাজাকে ধ্বংস্তুপে পরিনত করতে চাইছে বাইডেন প্রশাসন।
  • | ২১ নভেম্বর, ২০২৪
মার্কিন ভণ্ডামীর কড়া জবাব রাশিয়ার ভ্যাসিলি নেবেনজিয়া

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বুধবার মার্কিন ভেটোর ঘটনায় বেজায় চটেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে ইসরায়েল তোষণ আর মেনে নেওয়া যায় না। জাতিসংঘের উচিত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। খবর তাসের।

 

রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া আরো বলেন, মস্কো ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানাতে থাকবে এবং যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মুখ থুবড়ে পড়ার অনুমতি দেবে না কারণ ওয়াশিংটন গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করছে। তিনি আরো বলেন, মুখে মুখে গাজায় যুদ্ধবিরতির কথা বললেও কার্যত এভাবে কালক্ষেপণ করে পোরো গাজাকে ধ্বংস্তুপে পরিনত করতে চাইছে বাইডেন প্রশাসন।


ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য দৃঢ়ভাবে দাঁড়াবো। জাতিসংঘকে যুক্তরাষ্ট্র যেভাবে অপব্যবহার করছে তা আমরা সবাইকে জানাবো। আমরা মার্কিনিদের পুরো জাতিসংঘ পরিষদকে জিম্মি করে রাখতে দেবো না। নিরাপত্তা পরিষদে এক বক্তৃতায় তিনি বলেন, ইসরায়েলকে গাজায় আরো বর্বর হামলা চালানোর সুযোগ করে দিতেই বুধবার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ এ কূটনীতিক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের কারোরই অধিকার নেই নিররাধ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাতে দেওয়ার।


উল্লেখ্য, ইসরায়েলকে রক্ষা করতে বারাবরই জাতিসংঘকে অপব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘে প্রথম প্রস্তাব পাস হয় ১৯৭০ সালে। সেই থেকে ইসরায়েলকে বাাঁচাতে বুধবার (২০ নভেম্বর) পর্যন্ত মোট ৪৯ বার জাতিসংঘের প্রস্তাবে নির্লজ্জের মতো ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।