ঢাকা | বঙ্গাব্দ

প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ

এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে কে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০২৪
প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ সংগৃহীত

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ৪০ তম ব্যাচের আরো ৮ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) পুলিশ একাডেমির বেসিক ট্রেনিং-২ এর পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে অভিযুক্তদের তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়


চিঠিতে উল্লেখ করা হয়েছে গত ২৭ ডিসেম্বর বিকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে গেইম প্যারেড করার সময় অভিযুক্তরা শৃঙ্খলা ভঙ্গ করেন। তারা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে প্যারেডের সময় দৌড়ে না গিয়ে হেটে হেটে চলতে থাকেন এবং বিশৃঙ্খলা চেষ্টা করেন। কেন তাদের অব্যাহতি দেয়া হবে না তা চিঠি প্রাপ্তির ৩ দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে। 


বিষয়টি নিশ্চিত করে পুলিশ একাডেমির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল একে এম এহসানুল্লাহ বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে কে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।



thebgbd.com/AR