ঢাকা | বঙ্গাব্দ

টানা তিন সেঞ্চুরিতে তিলক ভার্মার বিশ্বরেকর্ড

সেঞ্চুরির নেশায় পেয়ে বসেছে ভারতের তরুণ টপ অর্ডার ব্যাটার তিলক ভার্মাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন।
  • | ২৩ নভেম্বর, ২০২৪
টানা তিন সেঞ্চুরিতে তিলক ভার্মার বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরির পর তিলক ভার্মার উদযাপন।

সেঞ্চুরির নেশায় পেয়ে বসেছে ভারতের তরুণ টপ অর্ডার ব্যাটার তিলক ভার্মাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন। এবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আসর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হাঁকালেন সেঞ্চুরি। খেলেছেন ৬৬ বলে ১৫১ রানের ইনিংস। এর মাধ্যমে একটি বিশ্বরেকর্ডও হয়ে গেল ভারতের এই বাঁহাতি ব্যাটারের।


স্বীকৃতি টি-টোয়েন্টিতে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে তিনি ৫১, ৪১ বলে দুটি সেঞ্চুরি করেছিলেন। ওই সিরিজ শেষেই আজ শনিবার মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ৫১ বলে তিন অংক স্পর্শ করেন। দেড়শতাধিক রানের ইনিংস খেলার পথে তিলক ছক্কা মেরেছেন ১০টি।


জাতীয় দলে অভিষেকের এক বছরের বেশি হয়ে গেলেও এতদিন থিতু হতে পারেননি। ভারতীয় দলে তারকার ছড়াছড়ি থাকায় দলে জায়গা পাকা করতে বিশেষ কিছু করার প্রয়োজন ছিল। টানা তিন সেঞ্চুরিতে সেটাই করে দেখালেন তিলক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এখন ৩ নম্বরে খেলেন রিশাভ পান্ত। এবার তিলক ভার্মার এমন পারফর্মেন্সে রিশাভের ওপর চাপ বেড়ে গেল। সেইসঙ্গে চাপ বাড়ল নির্বাচকদের ওপরেও।