প্রথম ইনিংসে সফরকারী ভারত ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর সেই রানের গণ্ডিও পেরোতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতের কাপ্তান জসপ্রিত বুমরাহ'র ফাইফারে ১০৪ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।
যদিও এরপর ৪৬ রানের লিড নিয়ে খেলতে নেমে রীতিমতো যেনো চমকই দেখায় ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের প্রত্যয়ী ব্যাটিংয়ে লিড শুধু বড়ই করেনি ভারত বরং বড় স্কোরের আভাস দিচ্ছে সফরকারীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত যশস্বী জয়সওয়াল ১৯২ বলে ৮৯ রানে এবং লোকেশ রাহুল ১৪৬ বলে ৬২ রানে অপরাজিত আছেন।
ভারতের মোট দলীয় সংগ্রহ বিনা উইকেটে ১৭১ রান। ২১৭ রানের লিড নিয়ে তারা দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে। অজিরা তাদের ছয় বোলার ব্যবহার করেও এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটের দেখা পায়নি।