ঢাকা | বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩৮ লাখ টাকার স্বর্ণের গহনা জব্দ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ২২টি স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি।
  • | ২৩ নভেম্বর, ২০২৪
চুয়াডাঙ্গায় ৩৮ লাখ টাকার স্বর্ণের গহনা জব্দ সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ২২টি স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি। আজ শনিবার সকাল ১০টার দিকে দর্শনার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রাম থেকে স্বর্ণের গহনাগুলো জব্দ করা হয়। ৩০৬ গ্রাম ওজনের স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমদ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয়ঘড়িয়া মসজিদের সামনে অবস্থান নেয় বিজিবি। এসময় সন্দেহভাজন তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্ত থেকে দর্শনা অভিমুখে দিকে যাচ্ছিলো। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে ভারতে তৈরি ৩০৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের গহনা জব্দ করা হয়।