ঢাকা | বঙ্গাব্দ

সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন

পুতিন বলেছেন, তার দেশ নতুন ধরনের আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করেছে এবং সেগুলো ‘ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত’।
  • | ২৪ নভেম্বর, ২০২৪
সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অত্যাধুনিক যত রুশ ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো পরীক্ষা চালাব ইউক্রেনে হামলা করে। নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো ইউক্রেনে পরীক্ষা চালানোর জন্য একটি স্টক প্রস্তুত রয়েছে। পুতিন শুক্রবার এ হুমকি দিয়েছেন। খবর আল-জাজিরার।


রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে নতুন মঝারি-পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই পুতিন বলেন, ইউক্রেনকে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ব্রিটিশ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ফল ভোগ করতে হবে। ইউক্রেনের নিপ্রো অঞ্চলে ওই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ নতুন ধরনের আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করেছে এবং সেগুলো ‘ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত’।


শুক্রবার পুতিন এক টেলিভিশন ভাষণে এ কথা বলেন। পুতিন আরো বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো যাবে না। তিনি এ ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে এ সপ্তাহে নতুন করে উত্তেজনা বেড়েছে। যুদ্ধে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হেনেছে কিয়েভ। রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। কিয়েভের হামলার পর গত বৃহস্পতিবার নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর অনুরোধ করেছেন। কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র চেয়েছে অথবা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা আরও আধুনিক করতে বলেছে।


শুক্রবারের ভাষণে পুতিন বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে উড়ে যায়। তিনি ওরেশনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। নিপ্রোতে বৃহস্পতিবার হামলার সময় রাশিয়া একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ব্যবহার করেছে বলে দাবি করে কিয়েভ। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এই প্রথম রাশিয়া আইসিবিএম ব্যবহার করল। ইতিহাসেও কোনো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার হবে এটি।


এর আগে মঙ্গলবার ও বুধবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। তখনই এর পরিণতি নিয়ে হুঁশিয়ারি দেয় মস্কো।