ইসরায়েলে উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে অগ্রণী ভূমিকা পালন করেছে গোলানি ব্রিগেড।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরাইলের আক্কা শহরে অবস্থিত গোলানি ব্রিগেডের ‘শারগা’ প্রশাসনিক সদরদপ্তর লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। ইরানের তৈরি কামিকাজে ড্রোনগুলো ‘নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করেছে’ বলে বিবৃতিতে জানানো হয়েছে।
গোলানি ব্রিগেডকে ইসরাইলি সামরিক বাহিনীর ‘সবচেয়ে সুসজ্জিত’ অভিজাত পদাতিক ইউনিটগুলির একটি হিসেবে বিবেচনা করা হয় যার পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে। অক্টোবরে দক্ষিণ লেবানন সীমান্তে এক সংঘর্ষে এই ব্রিগেডের ৭ সদস্যকে হত্যা করে হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধাদের হাতে সেসময় আরো কয়েক ডজন ইসরাইলি সেনা আহত হয় যাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা শনিবার (২৩ নভেম্বর) দক্ষিণ লেবাননের আল-বাইয়াদা শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হন। সংগঠনটি জানিয়েছে, তাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। অক্টোবরের গোড়ার দিকে ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।