ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমির একটি বিমানঘাঁটিতে প্যালেস্টাইন-২ নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে হুথি ওই হামলা চালায়।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার (২২ নভেম্বর) ঘোষণা করেন, তারা ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেগেভ মরুভূমির নেভাটিম বিমানঘাঁটিতে হামলা করেছে। তিনি বলেন, সামরিক অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নিপীড়িত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে। রাজধানী সানায় এক সমাবেশে শনিবার জেনারেল সারি এ হামলার কথা জানান। প্রায় প্রতি শুক্রবার ইয়েমেনি জনগণ গাজা এবং লেবাননে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে। এছাড়া, ইয়েমেনি সেনারা নিয়মিতভাবে ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযান চালাচ্ছে।