ঢাকা | বঙ্গাব্দ

মাংসপেশি বাড়ায় যেসব ফল

শরীর গঠনে সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • | ০৪ ডিসেম্বর, ২০২৪
মাংসপেশি বাড়ায় যেসব ফল শরীর গঠনে সঠিক খাদ্যাভ্যাস

শরীর গঠনে সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।শুধুমাত্র শরীরচর্চা করলেই কাঙ্ক্ষিত মাংসপেশি গঠন সম্ভব নয়। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পাশাপাশি এমন কিছু ফল আছে যেগুলো মাংসপেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, পুষ্টিগুণসম্পন্ন কিছু ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখা মাংসপেশির উন্নয়নে সহায়ক হতে পারে।



কলা: কলাকে বলা হয় ‘প্রাকৃতিক শক্তি বুস্টার’। এতে থাকা উচ্চ পরিমাণ কার্বোহাইড্রেট এবং পটাশিয়াম শরীরচর্চার পরে ক্লান্তি দূর করতে সাহায্য করে। কলা দ্রুত এনার্জি সরবরাহ করে এবং মাংসপেশির পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখে।



আপেল: আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাংসপেশির ক্ষয় প্রতিরোধ করে এবং শরীরের শক্তি বাড়ায়। এটি ফাইবার সমৃদ্ধ, যা হজমশক্তি উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের আগে বা পরে একটি আপেল খেলে তা মাংসপেশি শক্তিশালী করতে সাহায্য করে।



কমলা: কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে। কোলাজেন মাংসপেশি ও হাড়ের গঠন মজবুত রাখতে গুরুত্বপূর্ণ। এছাড়া কমলা এনার্জি বুস্ট করতে এবং ক্লান্তি দূর করতে কার্যকর।



আনারস: আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলেইন নামক একটি এনজাইম, যা প্রদাহ কমাতে সহায়ক। ভারী শরীরচর্চার পরে আনারস খেলে এটি মাংসপেশির ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে।



তরমুজ: তরমুজে প্রচুর পরিমাণে পানি ও পটাশিয়াম থাকে, যা শরীরে পানির ভারসাম্য রক্ষা করে। ভারী শরীরচর্চার পরে তরমুজ খেলে শরীর ঠান্ডা হয় এবং মাংসপেশি পুনর্গঠনে সহায়তা করে।



অ্যাভোকাডো:অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই এবং পটাশিয়াম মাংসপেশি গঠনে সহায়ক। এটি শরীরে শক্তি জোগায় এবং পেশির ক্লান্তি দূর করে।



পেয়ারা: পেয়ারায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মাংসপেশির টিস্যু মেরামত করতে সহায়ক। এটি ইমিউন সিস্টেম মজবুত করে এবং ব্যায়ামের পরে শরীর দ্রুত সুস্থ হতে সাহায্য করে।



খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, মাংসপেশি গঠনের জন্য শুধু ফল খাওয়া যথেষ্ট নয়। ফলের পাশাপাশি পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবার, যেমন ডিম, মুরগির মাংস, মাছ, এবং বাদাম খাওয়া উচিত। এছাড়া পর্যাপ্ত পানি পান এবং সঠিক বিশ্রাম নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।



মাংসপেশি গঠনে ফলের ভূমিকা অস্বীকার করা যায় না। নিয়মিত খাদ্যতালিকায় উপরে উল্লেখিত ফলগুলো যুক্ত করলে শরীরচর্চার প্রভাব বৃদ্ধি পায় এবং শরীর গঠনে দ্রুত ফলাফল পাওয়া যায়।