ঢাকা | বঙ্গাব্দ

গুগল ম্যাপ দেখে চলা গাড়ি পড়ল নদীতে

চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশটি ভেঙে পড়ে যায়। সেতুর নির্মাণ কাজও শুরু হলেও জিপিএসে তা আপডেট ছিল না।
  • | ২৫ নভেম্বর, ২০২৪
গুগল ম্যাপ দেখে চলা গাড়ি পড়ল নদীতে চালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রযুক্তির ব্যবহার এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) দেখে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের বরেলি এলাকায় গুগল ম্যাপ দেখে রাস্তায় চলার সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। জিপিএস দেখে নির্মাণাধীন সেতুতে দিয়ে দুরন্ত গতিতে ছোড়া গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীতে। এতে চালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি বাদুয়ানি জেলার বেরেইলি থেকে ডাটাগঞ্জ যাওয়ার পথে এমন ঘটনার শিকার হয়।


পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বরেলি থেকে ডাটাগঞ্জ যাচ্ছিলেন তিন যাত্রী। খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে যাচ্ছিলেন গাড়ির চালক। এই রাস্তাতেই রয়েছে একটি ভাঙা সেতু। যেটির নির্মাণ কাজ চলছিল। গাড়ির চালক মোবাইলে জিপিএসের দিক নির্দেশিকা অনুসরণ করছিলেন। সেতুর ওপর উঠে দ্রুতগতিতে গাড়ি নিয়ে ছুটতে থাকেন তিনি। কিন্তু দেখতে না পেয়ে সেতুর ভাঙা অংশ থেকে সোজা গাড়িটি ছিটকে পড়ে রামগঙ্গা নদীতে।


সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশটি ভেঙে পড়ে যায়। পরবর্তীকালে সেতুর নির্মাণ কাজও শুরু হয়। কিন্তু জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণেই সম্ভবত সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এমনকি সেতুর ওপর সতর্ক করে কোনো বোর্ডও লাগানো ছিল না।


গাড়িটি সেতু থেকে প্রায় ৫০ ফুট নিচে নদীর জলে পড়ে। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশকে খবর দেন। বরেলি পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুরন্ত গতিতে চলছিল গাড়িটি। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছে মৃতের পরিবারের সদস্যরা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তারা।