রাজশাহীর পর এবার বগুড়ায়ও প্রথম আলোর কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা বাইরে থেকে পাথর ছুঁড়ে কার্যালয়ের কাঁচ ভাংচুর করে। এ ছাড়া প্রথম আলোর সাইনবোর্ড ভাংচুর করে।
সোমবার রাত ১০টা ৩৪ মিনিটে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে প্রথম আলোর অফিসে এই হামলার ঘটনা ঘটে।
ভবনের নিচতলায় জুস বারের কর্মচারি আরমান হোসেন এবং ইমন বলেন, রাত সাড়ে ১০টার পরপরই ৮টি মোটরসাইকেলে হামলাকারীরা শহরের কালিবাড়ি মোড়ের দিক থেকে রেজাউল বাকী সড়ক হয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। এরপর বাইরে থেকে ব্যাগে করে নিয়ে আসা পাথর ছুঁড়ে কার্যালয়ের ৩০ ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থ বিশিষ্ট ১০ এমএম কাঁচের দেয়াল প্রায় পুরোটায় ভেঙে ফেলে। এ ছাড়া কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডও ভাংচুর করে।
এরপর মোটরসাইকেল যোগে তারা জেলখানা মোড় হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলা আশঙ্কায় প্রথম আলোর কর্মীরা আগেই অফিস তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। হামলার আশঙ্কার কথা জানিয়ে এবং নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে একদিন আগেই অবগত করা হয়েছিল।
বগুড়ার পুলিশ সুপার জিদান আল মুসা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের শনাক্তে জোর প্রচেষ্টা চলছে।