ঢাকা | বঙ্গাব্দ

বাস চাপায় নিহত কারখানার নিরাপত্তাকর্মী, ৪ বাসে আগুন

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে আগুন দেয় শ্রমিকরা।
  • | ০১ ডিসেম্বর, ২০২৪
বাস চাপায় নিহত কারখানার নিরাপত্তাকর্মী, ৪ বাসে আগুন আগুন দেওয়া বাস।

গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ এলাকায় বাসের ধাক্কায় এক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের বাসিন্দা, তিনি ওই গ্রামের ফকির চাঁদ মালিতার ছেলে মুন্নাফ মালিতা (৫২)। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন উত্তেজিত শ্রমিক জনতা। 


শ্রমিক পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তাকর্মী বাসের ধাক্কায় নিহত  হন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন। 


এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন। এছাড়া আরও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় বলেও জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা তাদের বাধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে রাত সাড়ে ১০টায় দীর্ঘ দুই ঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।


ঘটনাস্থল পরিদর্শন শেষে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায়, উত্তেজিত শ্রমিকরা কিছু যানবাহন ভাঙচুর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এছাড়া চারটি বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত সাড়ে ১০টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।