ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপ ব্যর্থ হলেই হামলা : নেতানিয়াহু

নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
  • অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২৫
দ্বিতীয় ধাপ ব্যর্থ হলেই হামলা : নেতানিয়াহু সংগৃহীত ছবি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতা দেন। খবর বিবিসির।

‘যুদ্ধবিরতি সাময়িক’ এবং ‘অভিযান এখনো শেষ হয়নি’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের সমর্থন পাবে। যদি আমরা আবার হামলা শুরু করি, তা হবে আরও তীব্র।’

ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যাসহ গত ১৫ মাসের যুদ্ধে তার বাহিনীর ‘সফলতার’ প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিয়েছি। হামাস এখন পুরোপুরি একা।’

এর আগে নেতানিয়াহু চুক্তির শর্ত নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করে বলেছিলেন, হামাস কোন জিম্মিদের মুক্তি দেবে তার সুনির্দিষ্ট তালিকা না পেলে ইসরায়েল চুক্তি বাস্তবায়ন করবে না।

প্রথম ধাপে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো একটি তালিকা প্রকাশ করেছে, তবে তালিকার সত্যতা তেল আবিব নিশ্চিত করেনি। রোববার কোন তিন জিম্মি মুক্তি পাবে, তার জন্য ইসরায়েলি কর্মকর্তারা অপেক্ষা করছেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। প্রথম ধাপে ইসরায়েলও ১ হাজার ৮৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং তাদের বাহিনী গাজা থেকে প্রত্যাহার শুরু করবে।

thebgbd.com/NA