ঢাকা | বঙ্গাব্দ

৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের

লঙ্ঘনগুলোর মধ্যে আছে- বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ।
  • | ০২ ডিসেম্বর, ২০২৪
৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের ইসরায়েলি বাহিনী

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় সেখানে দুজন নিহত হয়েছেন। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ এ খবর দিয়েছে।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে।


ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের ওপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। আরবি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে ২৭ নভেম্বর থেকে চার দিনে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-এ।


এই লঙ্ঘনগুলোর মধ্যে আছে- বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আইতারুন, বিনত জবাইল এবং আল-মুতাইত অঞ্চল। আল-আরবি আল-জাদিদ জানিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দুজন লেবাননি নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।


উল্লেখ্য, লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে। যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করে। তবে ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।